Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জানুয়ারি ২০২০

প্রকল্পের মুখ্য কার্যক্রম

প্রকল্পের মুখ্য র্কাযক্রম

  1. ক. প্রযুক্তি উদ্ভাবন: প্রকল্পের পিআইইউ-বিএআরসি কম্পোনেন্ট এনএআরআই (NARI), বিশ্ববিদ্যালয় ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের কার্যক্রম বাস্তবায়ন করবে। Competitive Research Grant (CRG) এবং Program Based Research Grant (PBRG) কর্মসূচির আওতায় অগ্রাধিকার প্রণয়নের ভিত্তিতে প্রযুক্তি উদ্ভাবন কার্যক্রম পরিচালিত হবে। এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড-১ (AIF-1)- ভুক্ত কার্যক্রমও পিআইইউ-বিএআরসি কম্পোনেন্টের তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে।
  2. খ. প্রযুক্তি সম্প্রসারণ: পিআইইউ-ডিএই, পিআইইউ-ডিএলএস ও পিআইইউ-ডিওএফ কম্পোনেন্ট প্রকল্পভুক্ত/গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণের দায়িত্ব পালন করবে। বিকেন্দ্রীভূত কর্মধারায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ টিম ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে প্রযুক্তি সম্প্রসারণে সক্রিয় ভূমিকা পালনে নিয়োজিত থাকবেন। ইনোভেটিভ সম্প্রসারণ কার্যক্রমের জন্য “এগ্রিকালচারাল ইনোভেটিভ ফান্ড-২ (AIF-2)” এবং বাজার ব্যবস্থা উন্নয়নমূলক কার্যক্রমের জন্য “এগ্রিকালচারাল ইনোভেটিভ ফান্ড-৩ (AIF-3)” ডিএই, ডিএলএস এবং ডিওএফ এর পিআইইউ-সমূহের তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে।
  3. হর্টেক্স ফাউন্ডেশন: পিআইইউ-ডিএই এর স্ট্রেটেজিক প্রার্টনার হিসেবে ভ্যালু চেইন/সাপ্লাই চেইন ডেভেলপমেন্ট ও বাজার সংযোগের দায়িত্ব পালন করবে। ডিএলএস এবং ডিওএফ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নিয়োগের মাধ্যমে এ সংক্রান্ত কার্যাবলী বাস্তবায়ন করবে।