Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd ফেব্রুয়ারি ২০২০

কৃষকের তথ্য ও পরামর্শ কেন্দ্র (ফিয়াক)

ফিয়াক (ফার্মারস্‌ ইনফরমেশন এন্ড এডভাইস সেন্টার-FIAC):

এনএটিপি-২ এর আওতায় ফিয়াক সেবা কার্যক্রম হবে এমন একটি ব্যবস্থা যা সিআইজি কৃষকসহ সকল শ্রেণির কৃষকদেরকে তাদের দোরগোড়ায় ফসল, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক নানাবিধ চাহিদাভিত্তিক সম্প্রসারণ সেবা গ্রহণে সহায়ক ও যথার্থ ভূমিকা পালন করবে। ফিয়াক এর ভূমিকা হবে-“One stop service center”.

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এবং প্রাণিসম্পদ ও মৎস্য অধিদপ্তরের জন্য ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে বরাদ্দকৃত দুইটি কক্ষ থেকে ফিয়াক সেবা কার্যক্রম পরিচালিত হবে। ইউনিয়নের জ্যেষ্ঠ উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) “ফিয়াক” এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কাজ করবেন। ডিএই এর উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও), পিআইইউ-ডিএলএস কর্তৃক নিয়োগকৃত কমিউনিটি এক্সটেনশন এজেন্ট ফর লাইভস্টক (CEAL) এবং পিআইইউ-ডিওএফ কর্তৃক নিয়োগকৃত লোকাল এক্সটেনশন এজেন্ট ফর ফিসারিজ (LEAF) রোস্টারভিত্তিক সূচি অনুসরণ করে ফিয়াকে দায়িত্ব পালন করবেন। প্রতিটি ফিয়াক সাইনবোর্ড, আসবাবপত্র, পেস্ট এন্ড সীড মিউজিয়াম, ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি, আধুনিক কৃষি বিষয়ক তথ্য সামগ্রী, ইত্যাদি দ্বারা সুসজ্জিত থাকবে। প্রকল্প হতে এসএএও, CEAL এবং LEAF-দেরকে সম্প্রসারণ কিট বিতরণের মাধ্যমে সহায়তা প্রদান করা হবে যার মধ্যে মোবাইল টেবলেটও অন্তর্ভুক্ত থাকবে। প্রকল্প এলাকায় মোট ১৬২১টি ফিয়াক থেকে সম্প্রসারণ সেবা প্রদানের সংস্থান রাখা হয়েছে।